বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ২১:১৯

হাজীগঞ্জ  ছাত্রলীগ নেতা হিটু আর নেই

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ  ছাত্রলীগ নেতা হিটু আর নেই

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমা হিটু (৪০) আর নেই। সোমবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেণস্টোকজনিত কারণে তিনি মারা যান।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। তিনি ওই ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির নোয়াব আলী হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও এক শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান জনপ্রতিনিধি ও রাজনেতিক নেতৃবৃন্দ।

জানা গেছে, নিকট আত্মীয়ের অসুস্থতার খবর শুনে সোমবার সকালে তাকে দেখতে ঢাকায় যান হাবিবুর রহমান হিটু। এরপর এদিন বিকালে তিনি সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগামীকাল ১১ অক্টোবর সকাল ১০টায় সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে মরহুম হাবিবুর রহমান হিটুর জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে হাবিবুর রহমান হিটুর অকাল মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়